এস আই মোঃ আশরাফুল ইসলাম,বলেন এই লাশের কোন তথ্য পাওয়া যায়নি, মৃত ব্যক্তির বর্ণনাঃ অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান (৩৮), ধর্ম-ইসলাম, উচ্চতা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল গোলাকার, হালকা দাড়ি ও গোফ আছে, স্বাস্থবান, জলপাই রংয়ের পাঞ্জাবী, পাঞ্জাবীর নিচে সাদা গেঞ্জি ও সাদা রংয়ের পায়জামা, ডান হাতে সিলভার রংয়ের ব্রেসলেট পরিহিত ছিল।পুলিশ বিধিমত অজ্ঞাতনামা লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। সিআইডি, পিবিআই লাশের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কাজ করছে, তবে এখনও লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই। উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। যদি কেহ উক্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় পেয়ে থাকেন তাৎক্ষনিক দক্ষিণ কেরানিগঞ্জ থানাকে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।
এস আই মোঃ আশরাফুল ইসলাম,
পুলিশ দক্ষিণ কেরানিগঞ্জ থানা।∴