দক্ষিণ কেরানীগঞ্জ তেঘুরিয়া ইউনিয়ন।৭ নং ওয়ার্ডে বাসিন্দা তাসলিমা, পারিবারিক অশান্তির কারণে গৃহবধূ নির্যাতিত জীবন রাখবো না, বলে বাসা থেকে বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করলে, তাসলিমা স্বামী তাকে বাধা দিলে, স্বামীকে ধাক্কা দিয়ে তাসলিমা দৌড় দিয়ে পালাতে চায়। এমনই সময়, তেঘরিয়া ইউনিয়নের (বিএন পি) যুবদলের, মোঃ জুয়েল আহাম্মেদ, এলাকায় একজন সমাজ সেবক, ও দরিদ্র অসহায় দুঃস্থ মানুষের প্রাণপ্রিয় একজন মানুষ। আল্লাহর রহমত ওই মেয়েটি তারই হাতে কাছে যে পরল, উভয় পক্ষকে নিয়ে, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার উপদেষ্টা শেখ সোহেল সুলাইমান, অফিসে বসে শান্তিপূর্ণ একটা সমাধান করে দেয়।