1. admin@cinbanglanews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ কেরানীগঞ্জ কাজীরগাঁ কুয়েত প্রজেক্ট গত ইং-২৬/০২/২০২৫ তারিখ অনুমান সন্ধ্যা -০৬.৩০ – সময়-একটি মরা দেহ লাশ উদ্ধার করেন এস আই মোঃ আশরাফুল ইসলাম,দক্ষিণ কেরানিগঞ্জ থানা। তেঘুরিয়া ইউনিয়নের (বিএন পি) যুবদলের নেতা মোঃ জুয়েল আহাম্মেদ, বিচারে বসে বলেন মানব কল্যাণে একটু নিজেকে ভিলিয়ে দিতে পারলে অনেক ধন্য মনে করি। আজ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে। যুব সমাজ আজ নষ্ট ইয়াবার কারণে চুরি ছিনতাই ডাকাতি পরকীয়া ও বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয় ইয়াবা সেবনকারীরা। আন্ধারমানিক ইউনিয়নে তাঁতি দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে শেষ হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কেরানীগঞ্জে শতবর্ষী সরকারি খাল দখল: প্রশাসনের কার্যকর পদক্ষেপে অবৈধ রাস্তা উচ্ছেদ চট্টগ্রাম ফকিন্নি গ্রামের দুই ভাই এর ভালোবাসার মায়ার জালে ধরা পড়লো গৃহবধূ রাবেয়া, বাংলাদেশের সংস্কৃতি রক্ষায় আন্দোলনরত শিল্পীদের পাশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর টোল প্লাজায় টাকা দিতে গিয়ে হারালেন দুই সন্তান এক স্ত্রী,পাগলের মতন চিৎকার করে বলে, নেশাখোর গাড়ির চালক কেড়ে নিল সব আমার পরিবার।

যুব সমাজ আজ নষ্ট ইয়াবার কারণে চুরি ছিনতাই ডাকাতি পরকীয়া ও বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয় ইয়াবা সেবনকারীরা।

মোঃ ফরহাদ হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

দক্ষিণ থানা কেরানীগঞ্জ অফিসার ইনচার্জ ওসি মাজাহার এর নির্দেশনায়, এস আই কামরুল  হোসেনর টিম নিয়ে   দক্ষিন কেরানীগঞ্জ

থানাধীন আগানগর ব্রীজ ঘাট সাকিনস্থ মেসার্স এনায়েত এন্টারপ্রাইজ এর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সঙ্গীয় অফিসার ফোর্স সহ একই তারিখ ১৬.২০ ঘটিকায় সিএনজি যোগে বর্ণিত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশে টের পেয়ে দুই  জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় একজন ব্যক্তিকে ধৃত করি অপর ব্যক্তি পালিয়ে যায়। ধৃত ব্যক্তির তল্লাশিকালে তাহার ডান হাতে থাকা একটি কফি রংয়ের ব্যাগের মধ্যে প্রানের আচারের প্লাষ্টিকের বৈয়ামের ভিতর ১৯টি নীল রংয়ের এয়ার টাইট জীপারের ভিতর রক্ষিত অবস্থায় (১৯০২০০)= ৩৮০০ পিস এবং একটি নীল রংয়ের এয়ার টাইট জীপারের ভিতর রক্ষিত অবস্থায় ১৫০পিস সর্বমোট ৩৯৫০ (তিন হাজার নয়শত পঞ্চাশ) পিস ওজন ৩৯৫ গ্রাম, মূল্য অনুমান- ১১,৮৫০০০/- (এগারো লক্ষ পঁচাশি হাজার) টাকা এবং ধৃত আসামীর পরিহিত পাঞ্জাবির ডান পকেট হইতে ২। একটি D52 j মডেল এর সেম্পনি বাটন ফোন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ক) মনির সওদাগর (৩২), পিতা- মৃত ফজলুল করিম সওদাগর, স্থায়ী সাং-কালাইয়া, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, এ/পি সাং- আগানগর, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, মোবাঃ-০১৭৩৬-৮৫৭৯২৬, খ) আব্দুল্লাহ আল মামুন (৪২), পিতা- আব্দুল মান্নান হাওলাদার, স্থায়ী সাং- উত্তর তালগাছিয়া, থানা- কাঠালিয়া, জেলা- ঝালকাঠি, এ/পি সাং- কোনাখোলা, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, মোবাঃ- ০১৭১৬-৭৩৫১২৫, গ) কং/১১১১ মোঃ রাসেল মিয়া, বিপি-৮৪০৩০৮৯২৬৩, মোবা-০১৯৬৬-২২৬১১৯, কর্মস্থল দক্ষিণ কেরানীগঞ্জ থানা, ঢাকা জেলা- ঢাকাদের উপস্থিতিতে বিধি মোতাবেক বর্ণিত আসামীর নিজ হাতে বাহির করা মতে ইং ১২/০২/২০২৫ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং পলাতক ব্যক্তির নাম ঠিকানা প্রকাশ করে। অতপরঃ আমি ধৃত আসামীকে ও জব্দকৃত আলামত নিজ হেফাজতে গ্রহন করি। ধৃত আসামী ও পলাতক আসামী পরপষ্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রাখিয়া ও পরিবহন করিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনীর ১০ (খ)/৪১ ধারায় অপরাধ করিয়াছে। ধৃত আসামী সহ পলাতক আসামীকে গ্রেফতার ও আরো মাদক উদ্ধারের চেষ্টায় এজাহার দায়ের করিতে বিলম্ব হইলো।

অতএব, ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে বর্ণিত ধারায় নিয়মিত মামলা রুজু করতে মর্জি হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
সি আই এন বাংলা নিউজ.কম
Design BY POPULAR HOST BD