1. admin@cinbanglanews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ কেরানীগঞ্জ কাজীরগাঁ কুয়েত প্রজেক্ট গত ইং-২৬/০২/২০২৫ তারিখ অনুমান সন্ধ্যা -০৬.৩০ – সময়-একটি মরা দেহ লাশ উদ্ধার করেন এস আই মোঃ আশরাফুল ইসলাম,দক্ষিণ কেরানিগঞ্জ থানা। তেঘুরিয়া ইউনিয়নের (বিএন পি) যুবদলের নেতা মোঃ জুয়েল আহাম্মেদ, বিচারে বসে বলেন মানব কল্যাণে একটু নিজেকে ভিলিয়ে দিতে পারলে অনেক ধন্য মনে করি। আজ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে। যুব সমাজ আজ নষ্ট ইয়াবার কারণে চুরি ছিনতাই ডাকাতি পরকীয়া ও বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয় ইয়াবা সেবনকারীরা। আন্ধারমানিক ইউনিয়নে তাঁতি দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে শেষ হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কেরানীগঞ্জে শতবর্ষী সরকারি খাল দখল: প্রশাসনের কার্যকর পদক্ষেপে অবৈধ রাস্তা উচ্ছেদ চট্টগ্রাম ফকিন্নি গ্রামের দুই ভাই এর ভালোবাসার মায়ার জালে ধরা পড়লো গৃহবধূ রাবেয়া, বাংলাদেশের সংস্কৃতি রক্ষায় আন্দোলনরত শিল্পীদের পাশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর টোল প্লাজায় টাকা দিতে গিয়ে হারালেন দুই সন্তান এক স্ত্রী,পাগলের মতন চিৎকার করে বলে, নেশাখোর গাড়ির চালক কেড়ে নিল সব আমার পরিবার।

চট্টগ্রাম ফকিন্নি গ্রামের দুই ভাই এর ভালোবাসার মায়ার জালে ধরা পড়লো গৃহবধূ রাবেয়া,

নিজস্ব প্রতিনিধ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

দক্ষিণ কেরানীগঞ্জ পলাশপুর গ্রামের সরল সোজা গৃহবধূ রাবেয়াকে,চট্রগ্রাম, শাহজাহান শিহাব ও তার ছোট ভাই, সং-হায়দার আলী ফকিন্নি বাড়ী শাহমীরপুর, ৫ নং-ওয়ার্ড , ডাকঘর, ফকিন্নির হাট,থানা কর্ণফুলী, শাহজাহান শিহাব, আহাম্মদ শাহারিয়া ও তার মা, মামা, বড় চাচাতো ভাই, এই প্রতারক চক্র শিকার হয়, রাবেয়া ও তার পরিবার, রাবেয়ার স্বামী আমাদের প্রতিনিধির কাছে বক্তব্য দেন, তার স্ত্রী মাদ্রাসার একজন ছাত্রী ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ রোজা পড়তো, আমাদের দম্পত্ত জীবন ভালই যাচ্ছিল আমার দুই কন্যা সন্তান, বড় মেয়ে জান্নাতী বয়স (৮) ছোট মেয়ে জামিলা বয়স (৫) হঠাৎ করে আমি দেখি আমার স্ত্রী টিকটক ফেসবুক, চালয়,আমি তাকে কুয়েতে থেকে মুঠো ফোনে জিজ্ঞাসা করিলে। আমার স্ত্রী রাবেয়া বলে, আমার কুমিল্লা কোম্পানীগঞ্জ মুরাদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তার মেয়ে মেঘলা আক্তার আয়শা আমার বান্ধবী, আমার মায়ের বাসায় আসছিল, তখন facebook tiktok ইনস্টাগ্রাম ও কুমিল্লা কয়েকটা গ্রুপে অ্যাড করে দিয়ে জায়। এ কথা শোনার পর আমি তাকে বলি পাঁচ ওয়াক্ত নামাজ রোজা পড়ো আর আমার দুই মেয়ে সন্তান নিয়ে ভালো থাকো তুমি এগুলো চালান সব বন্ধ করে দিও, আমি তোমাকে ছেড়ে দিতে পারব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আমি বের হতে পারবো না, অতি সিগ্রে তোমার সংসার ছেড়ে চট্টগ্রাম টিক টক পরিবারের কাছে চলে যাবো, এই কথা শোনার পর আমি বিদেশ থেকে চলে আসি, তার সব আইডি বন্ধ করে দেই । তিন চার মাস পর, রাবেয়া তার মায়ের বাসায় যেয়ে তার আইডি ওপেন করে প্রতারক ফ্যামিলির সাথে কথা বলে, আবার আমার বাসায় চলে আসে এবং রাতে যখন গভীর হয় বাড়ীর সবাই ঘুমিয়ে পড়ে, wardrab খুলে -৫,২০,০০০/-পাঁচ লক্ষ বিশ হাজার টাকা ও ০৮ ভরি স্বর্ণ অলংকার, যাহার মূল্য অনুমান -৯,০০,০০০/-নয় লক্ষ টাকা, ও ডায়মন্ডের নাকফুল ওর ডায়মন্ডের রিং যাহার মূল্য ১, ৩০,০০০/এক লক্ষ ত্রিশ হাজার টাকা , নিয়ে চলে যায়, সকালবেলা উঠে দেখি রাবেয়া আর বাসায় নাই, অনেক খোঁজাখুঁজি করি, কোন আত্মীয়-স্বজনের বাসায় নেই, আমি ও আমার শশু সোনা মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হাজির হইয়া। একটি অভিযোগ দাখিল করি, ৩১/১২/২৪।নিউজ চলমান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
সি আই এন বাংলা নিউজ.কম
Design BY POPULAR HOST BD