রোববার (১ ডিসেম্বর) দুপুরে বাঘৈর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলের প্রধান শিক্ষক মনসুর আহমেদের মেয়ের জামাই, শিক্ষক আল আমীন, আর মেয়ে তাসলিমা আক্তার, স্কুলের অফিস সহকারী, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ কে ম্যানেজ করে স্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগ পান, আবুল মনসুর আহমেদ,এরপর মেয়ে ও মেয়ের জামাইকে স্কুলে নিয়োগ দেন। শ্বশুর, জামাই আর মেয়ে মিলে মন ঘরোয়া ভাবে স্কুল পরিচালনা করছেন। দীর্ঘদিন ধরে তাদের কাছে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও স্টাফরা জিম্মি হয়ে পড়েছেন।তারা বলেন, বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা তাদের কথামতো না চললে হুমকি দেওয়া হয়, এবং বেতনের টাকা নিয়ে ঝামেলা করতো গভীর রাত্রে এলাকার সন্ত্রাস বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দিতো। স্কুলের শিক্ষিকা শিক্ষক এদের দাবি আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।