প্রতারক আকলম রহমান এর প্রতারণার শিকার দুই ভুক্ত ভোগী (১) পারভেস (২২) পিতা-ইউসুফ আলী, সাং- সমসেরপুর, কলাতিয়া, কেরানীগঞ্জ মডেল থানা, জেলা ঢাকা,(২)রাজীব খান (৩০) পিতা-মৃত মোঃ সুমন খান, সাং- দৌলতপুর, মাশাইল,থানা নবাবগঞ্জ, জেলা -ঢাকা।প্রতার আকমল রহমান (২৭), পিতা- মোতাহার মৃধা, সাং-আকসাইল, কলাতিয়া, কেরানীগঞ্জ মডেল-থানা ,জেলা ঢাকা। মোবাইল-০১৩১০৫৬২৭৭০। বিগত আট মাস পূর্বে আমার ছেলে পারভেস (২২) ও রাজীব কে (কম্বোডিয়া) প্রবাসে নেওয়ার চুক্তি করি, আকমল রহমান সাথে। বিকাশে ও নগদে টাকা লেনদেন করি (১) পারবেশ- ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা প্রদান করি,ও (২) রাজীব -৭.০০০০০/-সাত লক্ষ টাকা, প্রদান করি প্রতারক মানব পাচারকারী আকলম রহমান ও তার মার কাছে। আমাদেরকে যে সময় নিয়ে যাবে বলে, সেই টাইম অতিক্রম করে। আকলম রহমান এর সহিত যোগাযোগ করলে ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে, ও মেরে ফেলবে বলিয়া জানায়। বিষয়টি আমার পরিবারের ব্যাক্তি বর্গের সহিত আলাপ আলোচনা করে থানায় আসিয়া,আমরা অভিযোগ দায়ের করি, আমাদেরকে মিথ্যা আশা দেখিয়ে মোট-( ১০,৬০,০০০হাজার টাকা) আত্মসাৎ করে আকলম রহমান ও তার মা। এবং তার মায়ের সাথে যোগাযোগ করিলে সে আমাদেরকে শুধু টাইম দিয়েই যাচ্ছে দেই দিচ্ছি বলে, আমাদেরকে মিথ্যা হয়রানি করে, এবং বলে আমার ছেলে বিদেশ থেকে আসলে আপনাদের টাকা দিয়ে দেব। তার ছেলে বাংলাদেশে আসলে, আমরা টাকার জন্য তার বাসায় গেলে আকলম রহমান আমাদেরকে বের করে দেয়, বলে আমি টাকা দিব না। যদি তোদের কোন শক্তি থাকে নিয়ে আসিস। আমরা অসহায় দরিদ্র ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি, তাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চাই।