1. admin@cinbanglanews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনির হোসেন সৌরভ (ডিপজলের গলি)নতুন ভাড়া বাসা হইতে গ্রেফতার করে দক্ষিণ থানা কেরানীগঞ্জ পুলিশ এস আই মোঃ জহুরুল ইসলাম।। দক্ষিণ কেরানীগঞ্জ কাজীরগাঁ কুয়েত প্রজেক্ট গত ইং-২৬/০২/২০২৫ তারিখ অনুমান সন্ধ্যা -০৬.৩০ – সময়-একটি মরা দেহ লাশ উদ্ধার করেন এস আই মোঃ আশরাফুল ইসলাম,দক্ষিণ কেরানিগঞ্জ থানা। তেঘুরিয়া ইউনিয়নের (বিএন পি) যুবদলের নেতা মোঃ জুয়েল আহাম্মেদ, বিচারে বসে বলেন মানব কল্যাণে একটু নিজেকে ভিলিয়ে দিতে পারলে অনেক ধন্য মনে করি। আজ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে। যুব সমাজ আজ নষ্ট ইয়াবার কারণে চুরি ছিনতাই ডাকাতি পরকীয়া ও বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয় ইয়াবা সেবনকারীরা। আন্ধারমানিক ইউনিয়নে তাঁতি দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে শেষ হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কেরানীগঞ্জে শতবর্ষী সরকারি খাল দখল: প্রশাসনের কার্যকর পদক্ষেপে অবৈধ রাস্তা উচ্ছেদ চট্টগ্রাম ফকিন্নি গ্রামের দুই ভাই এর ভালোবাসার মায়ার জালে ধরা পড়লো গৃহবধূ রাবেয়া, বাংলাদেশের সংস্কৃতি রক্ষায় আন্দোলনরত শিল্পীদের পাশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

মা ছেলের প্রতারণার শিকার দুই অসহায় যুবক ছেলে (১) পারভেজ (২)রাজিব, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন আইনের দরজায় পাচ্ছো না তারা কোন আইনগত সেবা।

আয়শা আক্তার ময়না :-চিফ ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

প্রতারক আকলম রহমান এর প্রতারণার শিকার দুই ভুক্ত ভোগী (১) পারভেস (২২) পিতা-ইউসুফ আলী, সাং- সমসেরপুর, কলাতিয়া, কেরানীগঞ্জ মডেল থানা, জেলা ঢাকা,(২)রাজীব খান (৩০) পিতা-মৃত মোঃ সুমন খান, সাং- দৌলতপুর, মাশাইল,থানা নবাবগঞ্জ, জেলা -ঢাকা।প্রতার  আকমল রহমান (২৭), পিতা- মোতাহার মৃধা, সাং-আকসাইল, কলাতিয়া, কেরানীগঞ্জ মডেল-থানা ,জেলা  ঢাকা। মোবাইল-০১৩১০৫৬২৭৭০। বিগত আট মাস পূর্বে  আমার ছেলে পারভেস (২২) ও রাজীব কে (কম্বোডিয়া) প্রবাসে নেওয়ার চুক্তি করি, আকমল রহমান সাথে। বিকাশে ও নগদে টাকা লেনদেন করি  (১) পারবেশ- ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা প্রদান করি,ও (২) রাজীব -৭.০০০০০/-সাত লক্ষ টাকা, প্রদান করি প্রতারক  মানব পাচারকারী আকলম রহমান ও তার মার কাছে।  আমাদেরকে  যে সময় নিয়ে যাবে বলে, সেই টাইম অতিক্রম করে। আকলম রহমান  এর সহিত যোগাযোগ করলে  ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে, ও মেরে ফেলবে বলিয়া জানায়। বিষয়টি আমার পরিবারের ব্যাক্তি বর্গের সহিত আলাপ আলোচনা করে থানায় আসিয়া,আমরা অভিযোগ দায়ের করি,  আমাদেরকে মিথ্যা আশা দেখিয়ে মোট-( ১০,৬০,০০০হাজার টাকা) আত্মসাৎ করে আকলম  রহমান ও তার মা। এবং তার মায়ের  সাথে যোগাযোগ করিলে সে আমাদেরকে শুধু টাইম দিয়েই যাচ্ছে দেই দিচ্ছি বলে, আমাদেরকে মিথ্যা হয়রানি করে, এবং বলে আমার ছেলে বিদেশ থেকে আসলে আপনাদের টাকা দিয়ে দেব। তার ছেলে বাংলাদেশে আসলে,  আমরা টাকার জন্য তার বাসায় গেলে আকলম রহমান আমাদেরকে বের করে দেয়, বলে আমি টাকা দিব না। যদি তোদের কোন শক্তি থাকে নিয়ে আসিস। আমরা অসহায় দরিদ্র  ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি, তাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
সি আই এন বাংলা নিউজ.কম
Design BY POPULAR HOST BD