1. admin@cinbanglanews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর টোল প্লাজায় টাকা দিতে গিয়ে হারালেন দুই সন্তান এক স্ত্রী,পাগলের মতন চিৎকার করে বলে, নেশাখোর গাড়ির চালক কেড়ে নিল সব আমার পরিবার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাঘৈর হাই স্কুল পরীক্ষা চলাকালীন সময়, আশা রহমান নামে এক শিক্ষিকাকে লাঞ্ছিত করে,আলা আমীন। মা ছেলের প্রতারণার শিকার দুই অসহায় যুবক ছেলে (১) পারভেজ (২)রাজিব, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন আইনের দরজায় পাচ্ছো না তারা কোন আইনগত সেবা। কোনাবাড়ী থানা প্রেসক্লাব এর ২০২৪-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে নন্দন পার্কে ডিবি হারুনের শেয়ার হোল্ড সহ পার্কটির চেয়ারম্যানের অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান পার্কটির পরিচালক সিরাজ হক। কালিয়াকৈরে চলছে জমজমাট মেলা নষ্ট হচ্ছে বাচ্চাদের লেখাপড়া। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এডভোকেট এএনএম ইউসুফ এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  পিকাপ থাকা বিদেশী মদের বোতল (৯৮)জব্দ করে, দক্ষিণ থানা পুলিশ। জেলেদের মধ্যে চাউল বিতরন আলহাজ্ব ফিরোজ কিবরিয়া ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন কারী জসিম আহাম্মদ নিরব কে গ্রেফতার করেছে র‍্যাব-১০

মা ছেলের প্রতারণার শিকার দুই অসহায় যুবক ছেলে (১) পারভেজ (২)রাজিব, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন আইনের দরজায় পাচ্ছো না তারা কোন আইনগত সেবা।

আয়শা আক্তার ময়না :-চিফ ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

প্রতারক আকলম রহমান এর প্রতারণার শিকার দুই ভুক্ত ভোগী (১) পারভেস (২২) পিতা-ইউসুফ আলী, সাং- সমসেরপুর, কলাতিয়া, কেরানীগঞ্জ মডেল থানা, জেলা ঢাকা,(২)রাজীব খান (৩০) পিতা-মৃত মোঃ সুমন খান, সাং- দৌলতপুর, মাশাইল,থানা নবাবগঞ্জ, জেলা -ঢাকা।প্রতার  আকমল রহমান (২৭), পিতা- মোতাহার মৃধা, সাং-আকসাইল, কলাতিয়া, কেরানীগঞ্জ মডেল-থানা ,জেলা  ঢাকা। মোবাইল-০১৩১০৫৬২৭৭০। বিগত আট মাস পূর্বে  আমার ছেলে পারভেস (২২) ও রাজীব কে (কম্বোডিয়া) প্রবাসে নেওয়ার চুক্তি করি, আকমল রহমান সাথে। বিকাশে ও নগদে টাকা লেনদেন করি  (১) পারবেশ- ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা প্রদান করি,ও (২) রাজীব -৭.০০০০০/-সাত লক্ষ টাকা, প্রদান করি প্রতারক  মানব পাচারকারী আকলম রহমান ও তার মার কাছে।  আমাদেরকে  যে সময় নিয়ে যাবে বলে, সেই টাইম অতিক্রম করে। আকলম রহমান  এর সহিত যোগাযোগ করলে  ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে, ও মেরে ফেলবে বলিয়া জানায়। বিষয়টি আমার পরিবারের ব্যাক্তি বর্গের সহিত আলাপ আলোচনা করে থানায় আসিয়া,আমরা অভিযোগ দায়ের করি,  আমাদেরকে মিথ্যা আশা দেখিয়ে মোট-( ১০,৬০,০০০হাজার টাকা) আত্মসাৎ করে আকলম  রহমান ও তার মা। এবং তার মায়ের  সাথে যোগাযোগ করিলে সে আমাদেরকে শুধু টাইম দিয়েই যাচ্ছে দেই দিচ্ছি বলে, আমাদেরকে মিথ্যা হয়রানি করে, এবং বলে আমার ছেলে বিদেশ থেকে আসলে আপনাদের টাকা দিয়ে দেব। তার ছেলে বাংলাদেশে আসলে,  আমরা টাকার জন্য তার বাসায় গেলে আকলম রহমান আমাদেরকে বের করে দেয়, বলে আমি টাকা দিব না। যদি তোদের কোন শক্তি থাকে নিয়ে আসিস। আমরা অসহায় দরিদ্র  ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি, তাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
সি আই এন বাংলা নিউজ.কম
Design BY POPULAR HOST BD