২৮ অক্টোবর সোমবার সাবেক জাতীয় নেতা ও এমপি, কুলাউড়া-লংলা আধুনিক-সাগরনাল ফুলতলা শাহ নিমাত্রা- ইউসুফ গণী আদর্শ কলেজ সমূহসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এডভোকেট এএনএম ইউসুফ এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতি মিলনায়তনে তাঁর জুনিয়রবৃন্দরা স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সমিতির এডহক কমিটির আহ্বায়ক এড শাহ ইলিয়াস রতনের সভাপতিত্বে ও সমন্বয়ক এড গোলাম সাবের চৌধুরীর সঞ্চালনায় মরহুমের পুত্র কারানির্যাতিত বিএনপি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এড আবেদ রাজা, মরহুমের দৌহিত্র ব্যারিষ্টার জাবেদ পুলকসহ বিশিষ্ট আইনজীবীদের স্মৃতিচারণের পর বারের সমৃদ্ধি ও সকল মরহুম আইনজীবীদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।