একটি জাতীয় দৈনিক পত্রিকায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে মোঃ শুরুর হাওলাদার। গত-৫ সেপ্টেম্বর, দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সনে ও একটি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত মিথ্যা সংবাদ প্রকাশের খবর শুনে আমার মা- মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কতিপয় অসাধু মানুষ মেঃ শুক্কর ও স্যার আসিফ আহমেদ সিদ্দিক এর একটি গাড়ীর বিষয় নিয়ে আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। সাংবাদিক এবং তাঁর বন্ধুরা গত-৫ সেপ্টেম্বর ধানমন্ডি-৯/এ রোডের ১২৮ নং বাড়ীতে ল্যান্ডক্রুজার আমার স্যার গাড়ীর ইসু করে আমার কাছে -৫ লাখ টাকা চাঁদাদাবি করে অমি টাকা দিতে না চাইলে ও-ই সব সাংবাদিক ও তাঁর বন্ধুরা আমাকে মারধোর করে এবং তাঁদের ফেসবুক পেইজে আমার ও বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের ছবি এডিটিং করে মিথ্যা বানোয়াট তথ্য ফেসবুকে প্রচার করে। তাঁর এ-ও প্রচার করে অমি নাকি সাবেক আওয়ামী লীগের নেতা মায়া চৌধুরীর পিএস- গাড়ীর চালক বলে বিভিন্ন তথ্য প্রচার করে এক সাংবাদিক তাঁর মুঠোফোন থেকে হোয়াটসের মাধ্যমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে, আরো বলে টকা না দিলে আমাকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি দিয়ে ভাইরাল করে দিবেন। সাংবাদিক মুঠোয়ফোনে আমাকে বলেন ছত্রদের দিয়ে তোকে কি কি যে করবো তা তুই জানিস না।। এই সব কথা শুনে আমি ভয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি। বর্তমানে আমি ও আমার পরিবার জীবন নাশক হুমকির ভিতরে আছি। সাংবাদিক ও তাঁর সহকর্মীরা যে কোনো সময় আমার পরিবারকে মেরে ফেলতে পারে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, ডাঃ ইউনুস স্যারের আছে আকুল প্রার্থনা যে আমি ও আমার পরিবারকে রক্ষা করুন। আমি দেশের বিবেকবান সংবাদিক ভাই ও ছাত্র সমাজের কাছেও বিনিত প্রার্থনা করছি আনাকে রক্ষা করুন। আমি বাঁচতে চায়, আমি কখনো কোনে দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না, আমার বিরুদ্ধে প্রকশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই-মেঃ শুজুর হাওলাদার