ঢাকা জেলা সাভারের আশুলিয়া ডিইপিজেড বলিভদ্র বাজার এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যাবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের হামলা। বিএনপির দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আব্দুল কুদ্দুস নামের এক সংবাদ কর্মীর পালসার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেয় বিএনপির কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সাভার উপজেলার আশুলিয়া থানার বলিভদ্র বাজারের মন্ডল মার্কেটে ঝুট ব্যাবসাকে কেন্দ্র করে বিএনপির এক’গ্রুপের নেতাকর্মীরা আব্দুল কুদ্দুস নামের এক সংবাদ কর্মীর পালসার মোটরসাইকেলে আগুন ধরে পুড়িয়ে দেয়।
ভুক্তভোগী সংবাদ কর্মী সাংবাদিক আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন,আমি সকাল ১০টার দিকে এক মাধ্যমে জানতে পারি বলি ভদ্র বাজার এলাকায় ঝুট ব্যাবসাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। আমি এ সংবাদ পেয়ে প্রথমে হাসেম প্লাজা এবং পরে বলিভদ্র বাজার মন্ডল মার্কেটের বাহীরে মোটরসাইকেল রেখে মার্কেটের ভিতরে প্রবেশ করে দোকানদারদের সাথে কথাবার্তা বলে মোটরসাইকেলের কাছে এসে দেখি মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। পরে আশেপাশের লোকজন এসে আগুন নিভানোর চেস্টায় আগুন নিভানো হয়।