করোনার কারণে ঈদুল ফিতরে কোনো নাটক বানাননি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আর ঈদুল আজহায় মাত্র একটি নাটক নির্মাণ করেছেন, নাম ‘অবুঝ মন’। প্রযোজনা করেছে তারই প্রতিষ্ঠান সিনেমাওয়ালা।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ গণমাধ্যমকে বলেন, “কোরবানির ঈদে তিন-চারটি নাটক তৈরির ইচ্ছা ছিল।
পরিকল্পনাও গুছিয়ে এনেছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত একটি কাজই করতে পেরেছি। ‘অবুঝ মন’ আমার মন দিয়ে বানিয়েছি। এ নাটকে আমার শুরুর দিককার নির্মাণের ছাপ পাবেন দর্শকরা। ”
নাটকটিতে জনপ্রিয় তারকা ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী কেয়া পায়েল।
রাজধানীর ৩০০ ফিট এলাকায় গত ৫ ও ৬ জুলাই নাটকটির শুটিং হয়েছে। আরও অভিনয় করেছেন ফখরুল বাসার, মিলি বাসার, রকি, রত্না, আরবিন ও রোকন। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। নাটকটির নির্বাহী প্রযোজক সালেকিন শাকিল।
রাজ জানান, একটি মিষ্টি প্রেমের গল্পে দেখা যাবে জোভান ও কেয়াকে। কাহিনির সঙ্গে মিলেমিশে থাকা একটি গান আছে।
‘অবুঝ মন’ গানের কথা লিখেছেন জনি হক। কণ্ঠ দিয়েছেন এপি শুভ ও দৃষ্টি আনাম। গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি নাটকের আবহসংগীত করেছেন নাভেদ পারভেজ।
তবে টিভি চ্যানেল নয়, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘অবুঝ মন’।