অভয়নগর থেকে সিরাজুল ইসলাম: অভয়নগর উপজেলা ৮টি ইনিয়নে বোরো মৌসুমের শুরুতে বীজ ধানের সংকট দেখা দিয়েছে প্রকট ভাবে। কৃষকরা বীজ ধান না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। নওয়াপাড়া বাজারের সব বীজ ডিলারদের ঘরে খোজ নিয়ে জানা যায় প্রতিদিন শতাধিক কৃষক বীজ ধান কিনতে এসে ফিরে যেতে হচ্ছে। সময়মতো বীজ না পেলে হাজার হাজার হেক্টর জমিতে বোরো চাষ ব্যহত হবে বলে জানিয়েছেন কৃষকরা। আমন ধান কাটার পরে বোরো মৌসুমের বীজ তলা তৈরীর কাজ শুরু হয়ে যায়। কিছু জমিতে সরিষার চাষ হয়ে থাকে। সরিষা ওঠার পরে বোরো ধানের চাষ করা হয়। এ ব্যাপারে ডিলার আব্দুর রব জানান, আমি অগ্রিম টাকা দিয়েছি বীজ ধানের জন্য ব্যাবীলন কোম্পানীকে। তারা আমার টাকা ফেরত দিয়েছে। আর জানিয়েছে বীজ ধান নেই। ডিলার ওসমান গণি জানান, আমার ঘরে অল্প কিছু মদিনা ওয়ান হাইব্রিড ধানের বীজ আছে। হিরা কোম্পানী, এসিআই কোম্পানী, লালতীর কোম্পানী, গ্রীনল্যান্ড কোম্পানীর সকল হাইব্রিড ধানের বীজের সংকট বলে জানিয়েছে। যার ফলে উন্নতমানের ধানের বীজ কৃষকের মাধ্যমে সাপ্লাই করা সম্ভব হচ্ছে না। সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন কৃষকরা, যাতে অতি সত্তর হাইব্রীড উন্নতমানের ধানের বীজ ব্যবস্থা করে দেওয়া হয়। এ ব্যাপারে কোম্পানীর কয়েকজন মার্কেটিং সেলস্ ম্যান জানান, হাইব্রীড ধান কিছু আছে আমরা বেছে বেছে কিছু ডিলারদের সাপ্লাই দিচ্ছি।