চট্টগ্রামের বাঁশখালীতে সড়ে তিন হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে বাঁশখালী থানা পুলিশ পুইঁছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোহাম্মদ ইউনুছের ছেলে কিশোরী আখি মনি (১৪), মৃত বেলায়েত হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) এবং তার স্ত্রী রাশেদা বেগম প্রকাশ কালা বানু (৪০)। তারা সকলে রামুর ঈদগড় চরপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার রাতে থানা পুলিশের এসআই আকতার হোছাইনের নেতৃত্বে একদল পুলিশ বাঁশখালীর প্রধান সড়কের সর্বদক্ষিণের পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করে ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানায় মামলা করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পুইঁছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি করে সাড়ে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা তাকে আইনগত প্রক্রিয়া শেষে ও আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।