1. admin@cinbanglanews.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যুব সমাজ আজ নষ্ট ইয়াবার কারণে চুরি ছিনতাই ডাকাতি পরকীয়া ও বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয় ইয়াবা সেবনকারীরা। আন্ধারমানিক ইউনিয়নে তাঁতি দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন। চাঁপাইনবাবগঞ্জে শেষ হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কেরানীগঞ্জে শতবর্ষী সরকারি খাল দখল: প্রশাসনের কার্যকর পদক্ষেপে অবৈধ রাস্তা উচ্ছেদ চট্টগ্রাম ফকিন্নি গ্রামের দুই ভাই এর ভালোবাসার মায়ার জালে ধরা পড়লো গৃহবধূ রাবেয়া, বাংলাদেশের সংস্কৃতি রক্ষায় আন্দোলনরত শিল্পীদের পাশে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর টোল প্লাজায় টাকা দিতে গিয়ে হারালেন দুই সন্তান এক স্ত্রী,পাগলের মতন চিৎকার করে বলে, নেশাখোর গাড়ির চালক কেড়ে নিল সব আমার পরিবার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাঘৈর হাই স্কুল পরীক্ষা চলাকালীন সময়, আশা রহমান নামে এক শিক্ষিকাকে লাঞ্ছিত করে,আলা আমীন। মা ছেলের প্রতারণার শিকার দুই অসহায় যুবক ছেলে (১) পারভেজ (২)রাজিব, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন আইনের দরজায় পাচ্ছো না তারা কোন আইনগত সেবা। কোনাবাড়ী থানা প্রেসক্লাব এর ২০২৪-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে এমপিদের নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১৯৫ বার পড়া হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে স্থানীয় সংসদ সদস্যদের সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে রায় দিয়েছে হাইকোর্ট।

এ-সংক্রান্ত একটি মামলার পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়। রায় প্রদানকারী বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয় বলে বাসসকে জানান রিট পিটিশনের আইনজীবী হুমায়ূন কবির।

রায়ে বলা হয়েছে, ‘সর্বজন শ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্যগণকে জাতীয় গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সার্বক্ষণিক নিবেদিত থাকতে হয়।

এ ছাড়া গভর্নিং বডির সভাপতির পদ সংসদ সদস্যদের মহান পদের একেবারেই বিপরীত। ’

রায়ে বলা হয়, হাইকোর্ট ও আপিল বিভাগের এ-সংক্রান্ত আগের রায় পর্যালোচনা করে এটা কাঁচের মতো স্পষ্ট যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ফাজিল ও কামিল মাদ্রাসা, সব শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে স্থানীয় সংসদ সদস্যদের সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশের সঙ্গে সাংঘর্ষিক।

রায়ে আরো বলা হয়, ‘একজন সংসদ সদস্যকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। অপরদিকে গভর্নিং বডির সভাপতি নিয়োগকারী কর্তৃপক্ষের পদমর্যাদা সংসদ সদস্যের নীচের পদমর্যাদার। ’

২০১৯ সালের ২৫ নভেম্বর এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে সংসদ সদস্যদের অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো।

আইনজীবী হুমায়ূন কবির বলেন, ইতোপূর্বে উচ্চ আদালত বেসরকারি স্কুল ও কলেজে (এইচএসসি পর্যন্ত) গভর্নিং বডির সভাপতি পদে জাতীয় সংসদের সদস্যরা থাকতে পারবে না মর্মে রায় দিয়েছেন।

তিনি জানান, ২০১৬ সালের ১৬ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আতরজান মহিলা কলেজের সভাপতি পদে নিযুক্ত করে। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আফজালুল হক।

এ রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ২০১৭ সালের ১০ জানুয়ারি নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন।

রুলে ওই সংসদ সদস্যের সভাপতি পদে থাকা কেন বেআইনি হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

অ্যাডভোকেট হুমায়ূন কবির আরও জানান, সেই রুলের শুনানি শেষে গত বছরের ২৫ নভেম্বর রায় দেন বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
সি আই এন বাংলা নিউজ.কম
Design BY POPULAR HOST BD